নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথার চুল কেটে নেড়া করে দেয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ সোমবার বেলা ১১ টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়ার ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত গৃহবধু পপি খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত পপি খাতুন ওই এলাকার মসে সরকারের স্ত্রী। পরে অভিযুক্ত স্বামী মসে সরকারকে আটক করেছে পুলিশ।
নির্যাতিতা গৃহবধূ পপি খাতুন জানান, পৈতৃক সূত্রে পাওয়া জমি তার স্বামীর নামে লিখে দেওয়ায় জন্য দীর্ঘদিন থেকে চাপ দিয়ে আসছিল তার স্বামী মসে সরকার। এনিয়ে প্রায় স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এরই এক পর্যায়ে আজ সকালেও তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় স্বামী মসে সরকার ক্ষিপ্ত হয়ে ওড়না দিয়ে স্ত্রীর দুই হাত বেঁধে রেখে হাতুড়ি দিয়ে হাতের উপর আঘাত করে এবং ব্লেট দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকি দেয়। পরে তার মাথার চুল কেটে নেড়া করে দেয় তার স্বামী নিজেই। পরে তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রেজাউল করিম জানান, আহত গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার হাতে ভারী কোন বস্তু দিয়ে আঘাত করায় সেখানে ক্ষতের পরিমান একটু বেশী হলেও বর্তমানে সুস্থ্য রয়েছেন তিনি।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বেনজির আহমেদ জানান, খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ভিকটিমের সঙ্গে কথা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।