নিজস্ব প্রতিবেদক:
ছাত্র- শিক্ষক – কৃষক ভাই ইঁদুর দমনে সহযোগিতা চাই এই প্রতিবাদ্য নিয়ে আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে জাতীয় ইঁদুর দমন অভিযান পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাছুদুর রহমান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ,সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) সামসুন নাহার ভূইয়া সহ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, ইঁদুর আমাদের বৈশ্বিক জীববৈচিত্র্যর একটি অংশ। তাই ইঁদুর দমনের পদ্ধতি হতে হবে পরিবেশসম্মত, যাতে অন্যান্য উপকারী জীবের কোন ক্ষতি না হয়। ইঁদুরের ক্ষয়ক্ষতির ধরন, ব্যাপকতা ও দমন প্রক্রিয়া অন্যান্য বালাই থেকে সম্পূর্ণ আলাদা ও কৌশলগত। তাই স্থান কাল পাত্রভেদে কৌশলের সঠিক ও সমন্বিত দমন পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ইঁদুর দমন করতে হবে। ইঁদুর দমনে আধুনিক ও কার্যকরী উপকরণ এবং প্রশিক্ষিত দক্ষ জনগোষ্ঠীর বিকল্প নেই।