নিজস্ব প্রতিবেদক:
নাটোরে শোভাযাত্রা,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের মধ্যে দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগারের আয়োজনে শহরের ভবানীগঞ্জ এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পটুয়াপাড়াস্থ জেলা গণগ্রন্থাগারে গিয়ে শেষ হয়। পরে গ্রন্থাগারের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অণ্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার,জেলা কালচারাল অফিসার আব্দুল রাকিবিল বারী,জেলা তথ্য অফিসার মোহম্মদ আলী,লাইব্রেরিয়ান রেবিনা জান্নাত প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বই আমাদের একমাত্র বন্ধু,যে বন্ধু কোন ক্ষতি করে না। যত বেশী বই পড়া যাবে তত বেশী জ্ঞান বাড়বে। আমরা এখন বই পড়া থেকে দূরে সরে যাচ্ছি। আমাদের সবারই বই পড়ার দিকে মনযোগী হতে হবে। সবাইকে বই পড়তে উৎসাহিত করতে হবে। স্কুল কলেজের পড়াশুনা বা সকলের সব কাজ শেষে কিছুটা সময় গণগ্রন্থাগারে গিয়ে বই পড়তে পরামর্শ দেন তারা। আলোচনা শেষে ১৮ জন বই পড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।