নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টার দিকে শহরের অনিমা চৌধুরী অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান। জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কাজী ইউসুফের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আযম খসরু, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি মইনুল হকসহ অন্যান্যরা। এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বলেন, একটি সম্মেলনে অনেকেই প্রার্থী হবেন। কিন্তু নির্বাচিত হবেন একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক। তাই নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি না করে যোগ্যতম প্রর্থীকে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করতে হবে এবং যেই নির্বাচিত হোক না কেন তার পেছনে থেকে দলকে সংগঠিত করে কাজ করতে হবে।