নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে নাটোরে জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু,স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ দলের নেতা-কর্মীরা। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সদস্যরা যুব দল, ছাত্র দলকে এতোটাই ভয় পাচ্ছে যে, তারা আসাদের কোন কর্মসুচি পালন করতে দিচ্ছে না। কর্মসুচি দিলেই পুলিশ দিয়ে যুব দলের নেতা কর্মিদের বাড়ীতে অভিযান করা হচ্ছে। হয়রানী করা হচ্ছে পরিবারের সদস্যদের। মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে। কিন্তু যুব দল নেতা কর্মিরা এসবকে ভয় পায়না। একটা সময় আসবে পুলিশ নিজেরাই মিথা মামলা দিতে দিতে ক্ষিপ্ত হয়ে উঠবে। তখন পুলিশ আর সরকারের নির্দেশে কারো উপর মিথ্যা হামলা বা মামলা কোনটাই করবে না। পারলে বিএনপির সাথে জনগনের ভোট নিয়ে মোকাবেলা করেন। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনগনকে ভোট দিতে দেন আর ফলাফলটা প্রকাশ্যে গননা করুন। আওয়ামীলীগ সরকার জনগনকে মুখ দেখানোর কোন স্থান পাবেনা। কর্মসুচি চলাকালিন সময়ে সকল প্রকার বিশৃঙ্খলা এড়াতে দলীয় কার্যালয় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।