নাটোর প্রতিনিধি:
নাটোরে জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার ৬ষ্ঠ ত্রি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সংস্থাটির ফুলবাগান হেলিপ্যাড মাঠ সংলগ্ন কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুষ্টিয়া খাতের আলী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ও উদ্ধার দেশ কল্যাণ সংস্থার সাধারণ স¤পাদক শফিকুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ স¤পাদক মনোয়ারা বেগম সীমা এবং আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে নাটোরসহ ২৭টি জেলার প্রতিবন্ধী সংগঠনের মোট ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১৫ সদস্য বিশিষ্ট কার্য়নির্বাহী কমিটির সভাপতি, সাধারণ স¤পাদক, সাংগঠনিক স¤পাদক এবং অর্থ ও কর্মসংস্থান স¤পাদক এই চারটি পদে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন শেষে ভোট গণনা করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
সভাপতি পদে ৩১ ভোট পেয়ে সুশান্ত কুমার দাস, সাধারণ স¤পাদক পদে ৭১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম, সাংগঠনিক স¤পাদক পদে ৫৪ ভোট পেয়ে জেনারেল জোয়ার্দার এবং অর্থ ও কর্মসংস্থান স¤পাদক পদে ৪৭ ভোট পেয়ে আমিনুল হক তুনু নির্বাচিত হয়েছেন।
বাকি ১১টি পদে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, মনিরা খাতুন (সহ-সভাপতি), রাসেল রানা (প্রচার স¤পাদক), রোকেয়া বেগম (মহিলা বিষয়ক স¤পাদিকা), আব্দুল হালিম (ক্রীড়া স¤পাদক), শামসুল আলম (সাংস্কৃতিকস¤পাদক), আশরাফুল ইসলাম (শিক্ষা ও তথ্য স¤পাদক), মোছাম্মত আকলিমা (স্বাস্থ্য স¤পাদক), নাজমুল হোসাইন (আইন ও বিচার স¤পাদক), সেলিনা পারভিন (শিশু স¤পাদক), হাফিজুর রহমান (নির্বাহী সদস্য) এবং সুমন হোসেন (নির্বাহী সদস্য)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তীতে একটি অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচিত কমিটি তাদের স্ব-স্ব দায়িত্ব বুঝে নিয়ে কার্যক্রম চালিয়ে যাবেন।