নিজস্ব প্রতিবেদক:
জীবনের আগে জীবিকা নয়, সড়ক দূর্ঘটনা আর নয়
এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিআরটিএ নাটোর সার্কেল ও নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার যৌথ উদ্যোগে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কানাইখালি মাঠ থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের নিচাবাজারস্থ একটি হোটেলে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা, বিআরটিএ’র সহকারী উপ-পরিচালক সাইদুর রহমান, ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন জেলা শাখার সভাপতি গোলাম মোস্তফাসহ অন্যান্যরা।