নাটোরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ বিন আজিজের নিজস্ব অর্থায়নে সামাজিক দূরত্ব বজায় রেখে এই সহায়তা প্রদান করা হয়। নাটোর সদর উপজেলার কাফুরিয়া, তেবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, সবজিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফরহাদ বিন আজিজ বলেন, মানবিক দিক বিবেচনায় সবাইকে সহযোগীতার হাত বাড়াতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ছাত্রলীগ নেতা কর্মীরা সবসময় মানুষের পাশে রয়েছেন। করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সচেতন হবার আহবান জানান তিনি।