নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা পরিষদ নির্বাচনে জেলার ০৭ টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনে ৯৮.৮৮% ভোট প্রদান করা হয়েছে (মোট ভোটার সংখ্যা ৮০৬ জন)। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ সাজেদুর রহমান খাঁন বেসরকারীভাবে নির্বাচিত হয়েছে তাঁর প্রাপ্তভোট- ৫৪০ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টি মনোনীত ড. মোঃ নূরন্নবী মৃধার প্রাপ্তভোট- ২৪৭।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাজেদুর রহমান খাঁন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ২৯৩ ভোট বেশি পেয়েছেন।
জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক শামীম আহমেদ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষনা করেন। এর আগের প্রতিটি কেন্দ্র থেকে নির্বাচনের ফলাফল নিয়ে আসে প্রিজাইডিং অফিসার। ইভিএমে ভোট গ্রহনের জন্য দ্রুত ফলাফল ঘোষনা সম্ভব হল।