নিজস্ব প্রতিবেদক:
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্নার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে নাটোরে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দাউদার মাহামুদ, জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ বিভিন্ন উপজেলার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদেে বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার এখন অন্ধকার যুগে নিমজ্জিত হচ্ছে। সকল জায়গাতে এখন ইফতার করা বন্ধ করছে এই সরকার। বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লরছে। কিন্তুু এই সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসা সেবা নিতে যেতে দিচ্ছে না। কতোটা ফ্যাসিস সরকার হলে এতোটা নির্দয় হতে পারে। তাই আমরা তার দূত সুস্থতা কামনা করছি