নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা বিএনপি’র আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল হক (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .. .. .. রাজেউন)। আজ রবিবার বিকেল ৫ টার দিকে নাটোর সদর হাসপাতালে স্ট্রোক জনিত কারনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যু সংবাদে তার দলের নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তাকে শেষ দেখা দেখতে তার বাসায় ভীড় জমান তারা। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নাটোর সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার বাড়ীতে গিয়ে শোক সন্তুপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন।
আমিনুল হকের পারিবারিক সুত্র জানায়, তিনি রবিবার তার হক ফ্লাওয়ার মিল থেকে বাড়ি ফিরে এসে দুপুরের খাবার খান। এরপর তিনি বাড়িতেই ছিলেন। সন্ধ্যার আগে হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৬ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক এবং নাটোর চেম্বার অব কমার্সের সভাপতির দায়িত্ব পালন পালন করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, পৌর মেয়র আওয়ামীলীগ নেতা উমা চৌধুরী জলি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আগামীকাল সোমবার বাদ যোহর নাটোর নবাব সিরাজ -উদ – দৌলা সরকারী কলেজ মাঠে জানাযা শেষে গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।