নিজস্ব প্রতিবেদক:
নাটোরে জেলা বিএনপির আহবায়ক মরহুম আমিনুল হকের স্মরনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু , মরহুম আমিনুল হকের সহধর্মিনী ও জেলা মহিলা দলের সাবেক সভাপতি সুফিয়া হকসহ দলের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।