আসন্ন স্কপ-২৫ সম্মেলনে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবীতে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সনাক, স্বজন, ইয়েস, ইয়েস ফ্রেন্ডস সদস্য ছাড়াও বিভিন্ন বে-সরকারী সংস্থা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন সনাক সভাপতি রনেন রায়, সহ-সভাপতি বেগম হামিদা বানু, এনজিও ফোরামের সাধারণ সম্পাদক শিবলী সাদিক, সনাক সদস্য অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, স্বজন সদস্য অ্যাডভোকেট খগেন রায়সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন এর আগে ২৪ টি সম্মেলনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশসমুহকে ক্ষতিপূরণ বাবদ উন্নত দেশসমুহ “দূষণকারী কতৃক পরিশোধযোগ্য” নীতি অনুসরণে উন্নয়ন সহায়তা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে। ২০২০ সাল হতে প্রতিবছর প্রতিশ্রুত ১০০ বিলিয়ন ডলারের মধ্যে সবুজ জলবায়ু তহবিল এ পর্যন্ত সর্বমোট চাহিদা ২০.৬ বিলিয়ন ডলারের স্থলে মাত্র ১০.৩ ডলার প্রদান করা হয়েছে। সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ বাংলাদেশসহ ১০ টি দেশকে দেওয়া হয়েছে মাত্র ১.৩ বিলিয়ন ডলার। যার মধ্যে বাংলাদেশ পেয়েছে অনুমোদিত মোট তহবিলের মাত্র শতকরা ০.০৭ ভাগ। অথচ ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন অনুসারে শুধুমাত্র বাংলাদেশের অভিযোজন বাবদ বছরে প্রয়োজন ২.৫ বিলিয়ন ডলার। বক্তারা আসন্ন স্কপ-২৫ সম্মেলনে দাবী আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের কাছে দাবী জানান।