নিজস্ব প্রতিবেদক:
নাটোরে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধা বঞ্চিত দেড় শতাধিক পথ শিশুদের হাতে ঈদে নতুন পোষাক উপহার দিলেন লাল সবুজ উন্নয়ন সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন । শনিবার দুপুরে শহরের ঝাউতলা এলাকায় এই ঈদ বস্ত্রগুলো বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে সংস্থার নাটোর জেলা দাগগুলো শাখার সভাপতি রিফাদ মাহমুদের মহসভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন সংস্থার উপদেষ্টা অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম । ছিলেন নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন, সাংবাদিক নাসিম উদ্দীন নাসিম ও গণমাধ্যম কর্মী মামুন খান ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক নাহিদ আহম্মেদ ,সাংগঠনিক সম্পাদক আতিক,রিয়াদ, শিক্ষা সম্পাদিকা আফসানা নাসরিন মিম, সদস্য ঐশি, আকাশ ৷ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, টিফিনের টাকা বাচিয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা অত্যন্ত প্রশংসার বিষয়। এ সংগঠনের সদস্যরা মাদক, ইভটিজিং, বাল্যবিবাহর বিরুদ্ধে কাজ করে আসছে। প্রতি বছরের ন্যায় এবার ঈদে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধা বঞ্চিত দেড় শতাধিক পথ শিশুদের মাঝে ঈদে নতুন পোষাক উপহার দেওয়ার যে কার্য্যক্রম তা সত্যিই প্রশাংসার দাবী রাখে ।
উল্লেখ্য ,লাল সবুজ উন্নয়ন সংঘ প্রতি দুই মাস অন্তর সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে।