নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ট্রাক ও দুইটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন যুবক আহত হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাজিব হোসেন ও রানা আহমেদ নামে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত রুহিন আহমেদকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান ও স্থানীয়রা জানান, রাত ৮ টার দিকে সিংড়া থেকে নাটোরগামী একটি ট্রাক সদর উপজেলার দিঘাপতিয়া ওয়াই মোড় এলাকায় পৌঁছালে বিপরিতমুখি দ্রুত গতির দুইটি মোটরসাইকেলের মুখোঁমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের তিনজন আরোহী গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয় ঘটনাটি দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে আহত রাজিব ও রানার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ট্রাকের চালক। চালক সহ ট্রাকটি আটকের চেষ্টা করছে পুলিশ।