নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান কার্যালয় দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নির্বাচিত প্রতিনিধিবৃন্দ। সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গের সবগুলি রুটে পণ্যবাহী সকল পরিবহণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারী দেওয়া হয়। শুক্রবার স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের কান্দিভিটাস্থ ব্যাক্তিগত অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মোস্তারুল ইসলাম আলম। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয় ত্রিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নির্বাচিত হয়ে তারা দ্বায়িত্বভার গ্রহণ করেন। দ্বায়িত্ব গ্রহণের পর থেকে সাংগঠনিক কর্মকান্ডসহ শ্রমিকদের কল্যানে তারা কর্যক্রম সম্পন্ন করে আসছিলেন। কভিড-১৯ এর সংক্রমন শুরু হলে সংগঠনের কর্মকান্ডে কিছুটা সমস্য সৃষ্টি হলেও পরবর্তীতে তারা পুনরায় কর্মকান্ডকে গতিশীল করেছেন। গত ২০ ফেব্রুয়ারী জেলা আওয়ামী লীগের সম্মেলনের পর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে সংবর্ধনা দেওয়ার জন্যও তারা সিদ্ধান্ত নিয়েছেন। তবে পবিত্র রমজান মাস শুরু হওয়ায় এবং তাদের দ্বায়িত্বকাল শেষ পর্যায়ে জন্য আগামী ১৩ /১৪ মে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে নিবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ অবস্থায় হঠাৎ করে গত ৭ এপ্রিল শহরের মাদ্রাসা মোড়ের কোহিনুর সুপার মার্কেটে অবস্থিত সংগঠনের জেলা কার্যালয়ে আশা ও আলমগীরসহ বেশকিছু বহিরাগত শ্রমিক সন্ত্রাসী কায়দায় অফিসটি দখল করে অফিস সহকারীদের বের করে দিয়ে তালা মেরে দেয়। শ্রমিক সংগঠনটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান হওয়া সত্বেও দখলের মাধ্যমে তারা এই শ্রমিক সংগঠনের শ্রমিকদের আওয়ামী লীগের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এ অবস্থা নিরসনে শ্রমিক নেতৃবৃন্দ জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি অবিলম্বে সংগঠনের জেলা কার্যালয়ের তালা খুলে নির্বাচিত নেতৃবৃন্দের কাছে তা ফিরিয়ে দেওয়ার জোড় দাবী জানিয়েছেন। আগামী ৭ দিনের মধ্যে প্রতিকার না পেলে উত্তরবঙ্গের সবগুলি রুটে পণ্যবাহী সকল পরিবহণ বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারী উচ্চারণ করেন নেতৃবৃন্দ।
এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান,অফিস দখলের প্রশ্নই আসেনা। যে তালা লাগানো আছে তার চাবি মোস্তারুল আলম, হাবিবুর রহমান চুন্নুর কাছেই আছে। কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আমরা বিভাগীয় শ্রম অফিসে ব্যবস্থা গ্রহণের জন্যে চিঠি দিয়েছি। তারা ব্যবস্থা গ্রহণ না করলে আমরা রোজার পরে সাধারণ সভা ডেকে কমিটি ভেঙ্গে দিব।
উল্লেখ্য, সম্প্রতি টাকা আত্মসাৎ সহ নানা অনিয়মের অভিযোগ এনে ট্রাক-ট্যাংকলরী, কাভার্ডভ্যান শ্রমিক ইউয়িনের নাটোর জেলা অফিসে তালা ঝুলিয়ে দেয় শ্রমিকদের একাংশ।