নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা ট্রাক,ট্রাংকলরী ও কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের মাদ্রাসা মোড়ে কোহিনূর সুপার মার্কেট সংগঠনের কার্যালয়ে এই শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত (আলম-চুন্নু) পরিষদের শপথ বাক্য পাট করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আরিফ সরকার এবং সদস্য সচিব জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ।
শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তারুল ইসলাম আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চন্নু, সহসভাপতি বাদল প্রাং, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শেখ বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম খান, অর্থ সম্পাদক আশা প্রামানিক, দপ্তর সম্পাদক তোতা মিয়া, প্রচার সম্পাদক ফজলু প্রাং, সমাজ কল্যাণ সম্পাদক সুলতান আরেফিন, সড়ক সম্পাদক রাসেল আহমেদ, সদস্য আশিকুল রহমান কোয়েল, জামাল মৃধা, লিটন শেখ। এ সময় নবনির্বাচিত পরিষদ সংগঠনের সকল সদস্যকে নিয়ে এগিয়ে যেতে চায়। তারা মনে করেন দলমত ভুলে গিয়ে সংগঠনের উন্নয়নে সবাই মিলে একসাথে হাতে হাত রেখে কাজ করলে তারা সবকিছুই নিবির্ঘ্নে জয় করতে পারবে। তাই তারা বলেন সার্বিক পরামর্শ দিয়ে তাদের যেন সবাই সহযোগীতা করেন।