নাটোরে আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকে থাকা আম ব্যবসায়ী সেলিম হাওলাদারের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের চালক সোহেল হোসেন ও হেলপার রেজাউল ইসলাম আহত হয়। আহত ও নিহত সকলের বাড়ীই মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। আজ মঙ্গলবার সকালে পৌনে সাতটার দিকে শহরের তেবাড়িয়া এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। আহতদের নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন ও এলাকাবাসী জানান, নাটোর থেকে একটি আম বোঝাই ট্রাক রাজশাহীর দিক থেকে যাচ্ছিল। এ সময় নাটোর শহরের বেতাড়িয়া এলাকায় একটি পেট্রল পাম্পের সামনে এসে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে চালক। পরে ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের উপরে থাকা আম ব্যাবসায়ী সেলিম হাওলাদার ছিটকে নিচে পড়ে পড়ে যায়। ঘটনাটি দেখতে পেয়ে এলাকাবাসী আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সেলিম হাওলাদারকে মৃত ঘোষনা করেন। ট্রাক চালক এবং হেলপাড় সদর হাসপাতালে চিকিৎসাধীন।