নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ট্রেনে কাটা পড়ে আমজাদ মোল্লা নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে নাটোর শহরের জংলী রেল গেটের অদুরে রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমজাদ মোল্লা নাটোর সদর উপজেলার সিংহারদহ পূর্বপাড়া মহল্লার মৃত মকসেদ মোল্লার ছেলে।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, বিকেলে আমজাদ মোল্লা বাড়ী থেকে রেল লাইন ধরে পায়ে হেটে শহরের দিকে যাচ্ছিলেন। পথে জংলী রেল গেটের অদুরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি ছিন্নবিচ্ছিন্ন হয়ে মারা যান।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার পর পরই নিহতের স্বজনরা এসে মরদেহটি তাদের বাড়ীতে নিয়ে যায়। তারা ঘটনাটি সান্তাহার জিআরপি পুলিশকে জানিয়েছেন। তারা এই বিষয়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন।