নিজস্ব প্রতিবেদক:
মোটর সাইকেল চালিয়ে রেল লাইন পার হওয়ার সময় নাটোরে ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী স্ত্রী বিজলী বেগমের মৃত্যু হয়েছে। এ সময় মোটর সাইকেল চালক স্বামী হেলাল হোসেন আহত হয়েছে। আহত হেলালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে নাটোর সদর উপজেলার ছাতনী পুরানপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার খায়রুন্নাহার ও স্থানীয়রা জানান, বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রাম থেকে মোটরসাইকেল যোগে স্বামী হেলাল হোসেন ও স্ত্রী বিজলী বেগম তাদের মেয়ে জামায়ের বাড়ী তেলকুপি গ্রামে আসছিল। পথে তেলকুপি পুরানপাড়া এলাকায় এসে রেল লাইন পার হওয়ার সময় রংপুর থেকে ঢাকাগামী একটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বিজলী বেগম মারা যায় এবং আহত হয় স্বামী হেলাল হোসেন। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং আহত হেলাল হোসেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে মরদেহটি লাইন থেকে সড়িয়ে রেখে সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেয়। বর্তমানে মরদেহটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। জিআরপি পুলিশ এসে আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন।