নাটোর প্রতিনিধি:
নাটোরে ডিবি পুলিশের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমান গাঁজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলার বুড়ির বটতলা ও পশ্চিম হাগুরিয়া গ্রাম থেকে সোয়া এক কেজি গাঁজা সহ তাদের আটক করা হয়। আটককৃতরা হল,নাটোর সদর উপজেলার সুলতানপুর মধ্যেপাড়ার মৃত হোসেন আলীর ছেলে ওহাব আলী (৩৫), পশ্চিম হাগুরিয়ার মোজাম্মেল মোল্লার ছেলে হাফিজ মোল্লা (৩৯), দিঘাপতিয়া ফুলতলা মহল্লার হারুনের ছেলে লিটন (২৮) ও দিঘাপতিয়া কলেজ পাড়ার ওহায়েদ আলীর ছেলে রেজাউল করিম (২৬)। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়।
নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম জানান, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, পিপিএম (বার) স্যারের নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বুড়ির বটতলা গ্রামে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে সেখানে উপস্থিত ওহাব আলীর কাছে থাকা ব্যাগের ভিতর থেকে এক কেজি গাঁজা উদ্ধার ও তাকে আটক করা হয়। পরে বিকেলে আরেকটি গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পশ্চিম হাগুরিয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ওই পথ দিয়ে যাওয়া কয়েকজনকে তল্লাশী করা হলে হাফিজ মোল্লা ও লিটন নামের দুই যুবকের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার সহ তাদের আটক করা হয়। এসময় মাদক বিক্রিতে সহযোগীতা করার দায়ে রেজাউল করিমকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন জেলায় মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। এই অভিযান চলমান থাকবে। নাটোর জেলা থেকে মাদককে নির্মুল করা হবে।