নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় এ্যাম্বুলেন্সের সাথে মোটর সাইকেল ও ইটবাহি ট্রাক্টরের ত্রিমুখি সংর্ঘষে রনি নামে মোটর সাইকেল চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তঃত ৫ জন। আজ সোমবার সকালে নাটোর -বগুড়া সড়কের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নির্মানাধীন হাইটেক পার্কের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত রনি উপজেলার নিঙ্গইন ভাটোপাড়া গ্রামের হেলাল উদ্ধিনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ রেজওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে একটি মরদেহ নিয়ে পাবনার ঈশ্বরদীতে যাচ্ছিল। পথে নাটোরের সিংড়ার নির্মানাধীন হাইটেক পার্ক এলাকায় একটি মোটর সাইকেলকেলকে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্স। এতে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে মোটর সাইকেল চালক রনি ঘটনাস্থলেই মারা যায়। এসময় এ্যম্বুলেন্সটি নিয়ন্ত্রন হারিয়ে ইটবাহি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে এ্যম্বুলেন্সের চালকসহ ৫ যাত্রি আহত হয়। খবর পেয়ে ফায়র সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।