করোনা ভাইরাস মোকাবেলায় কারণে রোজগার বন্ধ হয়ে যাওয়া নাটোরের দরিদ্র মানুষদের মাঝে সরকারীভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেলে নাটোর সদর আহম্মেদপুর গুচ্ছ গ্রামে ১২০ টি পরিবারের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল , ১ কেজি আলু এবং ১টি করে সাবান। এ সময় জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,অতিরিক্ত জেলা প্রশাসক ।াশরাফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নাটোর জেলার জন্য ২০০ টন চাল এবং নয় লাখ টাকার খাদ্য সামগ্রী বরাদ্দ প্রদান করেছে। কর্মহারা দরিদ্র মানুষরা যেন অনাহারে না থাকে সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সেই বরাদ্ধকৃত খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। কর্মহীন মানুষ বা হৃতদরিদ্রদের তালিকা অনুযায়ী যথাযথভাবে খাদ্য সামগ্রী বিতরণ চলছে। যতক্ষন দেশে এই অবস্থা বিরাজ করবে ততক্ষন এই খাদ্য সামগ্রী বিতরণ পর্যায়ক্রম চলমান থাকবে।