নিজস্ব প্রতিবেদক:
‘বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতাঃ এক সুত্রে গাঁথা’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে দুই দিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে বুধবার নাটোর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার ষ্টলগুলো পরিদর্শন করেন। পরে সেখানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, জেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেনসহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে মধ্যম আয়ের দেশ থেকে টেকসই উন্নয়নের অভীস্ট লক্ষ্য অর্জন এবং উন্নত বাংলাদেশের কাংখিত গন্তব্যে পৌঁছতে কাজ করছে সরকার। এই কাংখিত গন্তব্যে উপনীত হওয়ার জন্যে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা প্রয়োজন। বিজ্ঞান মেলার আয়োজন শিক্ষার্থীদের নতুন চিন্তার খোরাক দেবে এবং মেলায় প্রদর্শিত প্রযুক্তিগুলো পারস্পরিক বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। মেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মোট ১৩ টি ষ্টল অংশ নেয়।