স্টাফ রিপোর্টার:
নাটোরে শাহিদা বেগমের গর্ভে এক সঙ্গে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে একজন মারা গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এর আগে নাটোর আধুনিক সদর হাসপাতালে দুপুরে তার জন্ম হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহিদার স্বামী মিলন হোসেন। এখন পর্যন্ত তিন নবজাতককে হাসপাতালের ২৬ নাম্বার ওয়ার্ডের আইসিইউ রাখা হয়েছে বলে জানান সদ্য ভুমিষ্ট হওয়া শিশুদের বাবা মিলন হোসেন।