নিজস্ব প্রতিবেদকঃ
“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টার দিকে কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাসুদুর রহমান পুলিশ ইনসপেক্টর আব্দুল জব্বার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আখতার হামীদ, জেলা ত্রাণ ও পূণবার্সন কর্মকর্তা আব্দুলাহ হেল কাফী সহ কর্মকর্তাবৃন্দ। ্এ সময় বিভিন্ন এনজিও এবং স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন বর্তমানে দেশের উপকূলীয় অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচিতে (সিপিপি) ৭৬ হাজার ১৪০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছেন। তাঁদের অর্ধেকই নারী। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার ফলে দুর্যোগ ঝুঁকি হ্রাস ব্যবস্থাপনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।