নাটোর প্রতিনিধি: নাটোরে ‘নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে পুরুষ ও কিশোর অংশগ্রহণ’ শীর্ষক মিডিয়া মোবালাইজেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে বেসরকারী সংস্থা ব্র্যাক ও পার্টনার সংস্থার আয়োজনে শহরের কাপুড়িয়াপট্টি পার্টি প্যালেসে এই মিডিয়া মোবালাইজেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুর বাঈদ, ব্য্যাকের ডিভিশানাল ম্যানেজার রায়হানুল ইসলাম, বিডিএসসি’র নির্বাহী পরিচালক মজিবুর রহমান মজনুসহ অন্যান্যরা। এ সময় সচেতনতামুলক কযেকটি ভিডিও ক্লিপ দেখানো হয়। পরে আলোচনায় সাংবাদিকদের মধ্যে অংশ নেন নবীউর রহমান পিপলু, রনেন রায়, জুলফিকার হায়দার জোসেফ, ইসাহাক আলী, মোস্তাফিজুর রহমান টুটুর, নাটোর পৌর সভার কাউন্সিলর এনামুর রহমান চিনুসহ সাংবাদিকবৃন্দ। বক্তারা নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে সরকারী উদ্যোগগুলোর বাস্তবায়ন, এ সম্পর্কিত বিষয় স্কুল পাঠ্যসুচির অর্ন্তভুক্তকরণ, তৃণমুল পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং জনপ্রতিনিধিদের নিয়ে মত বিনিময় সভার আয়োজনসহ বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।