নিজস্ব প্রতিবেদক:
নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগসহ সকল পদে নার্সদের পদায়নের এক দফা দাবিতে নাটোরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর সদর হাসপাতালের বহিঃবিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নার্স ও নার্সিং স্টুডেন্টরা। মিছিলটি হাসপাতাল চত্তর প্রদক্ষিন করে পুনরায় বহিঃবিভাগের সামনে ফিরে যায়। পরে সেখানে তারা অবস্থান কর্মসুচি পালন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর আধুনিক সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোসাম্মদ লাভলী খাতুন, শামীমা সুলতানা,কামরুন নাহার, রেহানুল করিম, আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজের স্টুডেন্ট মোহাম্মদ আসিফ আলী, জান্নাতুল ফেরদৌস মিমসহ নার্সবৃন্দ। অবস্থান কর্মসুচি পালনকালে বক্তারা বলেন, নার্সদের নিয়ে অধিদপ্তরের মহাপরিচালকের কটুক্তি হীন মানষিকতার বহিঃপ্রকাশ। আমাদের মধ্যে যোগ্যতা সম্পন্ন নার্স রয়েছে। অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগসহ নার্সদের পদন্নতি দিয়ে সকল পদে পদায়ন করা না হলে কঠোর আন্দোলন ঘোষনা করা হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।