নাটোর থেকে প্রকাশিত নিউজ পোর্টাল নারদ বার্তার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। নারদ বার্তার সম্পাদক ও প্রকাশক পরিতোষ কুমার অধিকারীর সঞ্চালনায় পোর্টালের নির্বাহী সম্পাদক নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলির সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রথম পর্বের আলোচনা সভা শেষে নারদ বার্তার প্রতিনিধিদের সাথে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাটোর জজ আদালতের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মালেক শেখ,দপ্তর সম্পাদক দিলিপ দাস,পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, বনপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃসিদ্দিকুর রহমান পাটোয়ারী,নাটোর প্রেসক্লাবের সাভাপতি জালাল উদ্দিন,সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ী,সাবেক সভাপতি রনেন রায়। দ্বিতীয় পর্ব শেষে পোর্টালের উপস্থিত প্রতিনিধিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন সম্মানীত অতিথিবৃন্দরা।