নাটোরে নিজের জমি থেকে দখলদারদের উচ্ছেদ ও সুষ্ঠ বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে জমির মালিক দাবীদারগন। আজ বুধবার দুপুরে নাটোর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরহুম রহমত আলী প্রামানিকের ছেলে গোলাম রাব্বানী রনি। এ সময় উপস্থিত ছিলেন, রহমাত প্রামানিকের স্ত্রী,কন্যা,জামাতা সহ স্বজনরা।
সংবাদ সম্মেলনে তারা দাবী করেন, গত ৪৫ বছর ধরে তারা বাবা রহমত প্রামানিক এই জমিটি ক্রয় করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তারা বাবা জীবিতকালে জমিটি তাদের ভাই বোনদের নামে করে দিয়ে যান। বর্তমানে জমিটি সহ সেখানে গড়ে তোলা একটি ডাল মিল তারা দেখাশোনা করেন। এই জমিটির ওপর নজর পড়ে স্থানীয় ভুমি দস্যুদের। বিভিন্নভাবে জমিটি দখলের চেষ্টা করেন তারা। ভুমি দস্যুরা দীর্ঘ দিন ধরেই এই জমি দখল করার চেষ্টা চালিয়ে আসছেন। তার পিতা জীবিত থাকা অবস্থায় জমি দখল নিতে না পেরে তারা ভূয়া দলিল করে আদালতে গিয়েছে। আদালতে তারা পর পর দুইবার হেরে গেছে। এরপর তারা বিভিন্নভাবে জমিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। আইনের মাধ্যমে না পেরে তার বাবা মারা যাওয়ার পর অবশেষে স্থানীয় ভুমি দস্যুদের সাথে নিয়ে গত সোমবার তারা জোর করে তাদের প্রতিষ্ঠানে প্রবেশ করে দখল নিয়েছে। যারা তাদের জমি জোর করে দখল নিয়েছে তারা সন্ত্রাসী প্রকৃতির। সংবাদ সম্মেলনে তারা তাদের সম্পত্তি রক্ষা ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সেই সাথে তারা বলেন যদি আদালতে প্রমান হয় এই জমি তারা জোর করে দখল করেছে তাহলে তারা আদালতকে সম্মান জানিয়ে স্বেচ্ছায় জমি ছেড়ে দিবেন।