নাটোর প্রতিনিধি: নাটোরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে নিজ ঘরে আগুনে পুড়ে শিল্পী নামে এক প্রতিবন্ধী মহিলার মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে এই ঘটনাটি ঘটে। নিহত শিল্পী সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলা গ্রামের মোহম্মদ আলী চৌধুরীর মেয়ে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও এলাকাবাসী জানান, বুদ্ধি প্রতিবন্ধী শিল্পী বড়হরিশপুর ইউনিয়নের তেঘরিয়া কদমতলা গ্রামে তার বাবার বাড়ীতে বাস করতেন। রাতে খাওয়া দাওয়া শেষে তাকে তার ঘরে ঘুমিয়ে রাখা হয়। পরে ভোর রাতে শিল্পীর ঘরের ভিতর থেকে ধোয়া বের হলে স্থানীয়রা এগিয়ে আসে। পরে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন নেভানোর পরে গুরুতর আহত অবস্থায় শিল্পীকে উদ্ধার করা হয়। আগুনে পুড়ে যাওয়া শিল্পীকে উদ্ধারের পরই শিল্পী মারা যায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল প্রাথমিকভাবে ধারণা করছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উপজেলা প্রশাসন নগদ ২০ হাজার টাকা, চাউল ও কম্বল তুলে দেন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে।