নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সিয়াম হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন ডাঃ রোজি আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সিয়াম একই উপজেলার করমদোশী গ্রামের কামরুল ইসলামের ছেলে। সে স্থানীয় দোবিলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে অধ্যায়নরত ছিল।
সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুন জানান, কাঁচা খেজুরের রস খাওয়ার পর শিশু সিয়াম নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়। এরপর প্রথমে তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধিন অবস্থায় তার গত ৩০ জানুয়ারি সন্ধ্যা সাতটায় শিশুটির মৃত্যু হয়। পরে শিশুটির নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠায় রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে ল্যাব টেষ্টে নিপাহ ভাইরাসের জীবাণু পাওয়ার বিষয় নিশ্চিত করে আইইডিসিআর। এরপর আজ বৃহস্পতিবার দিনব্যাপী আইইডিসিআর থেকে ৬ সদস্যের প্রতিনিধি দল বাগাতিপাড়ার করমদোশী গ্রামে গিয়ে সিয়ামের পরিবারের লোকজনের সাথে কথা বলেন এবং কন্ট্রাক পারসনদের নমুনা সংগ্রহ করেন। কাঁচা খেজুরের রস পান করা থেকে বিরত থাকতে জনসচেতনতাও চালানো হচ্ছে বলে জানান সিভিল সার্জন।