নিজস্ব প্রতিবেদক:
নাটোরে নিম্ন আয়ের পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রয়ে স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার নাটোর পৌরসভা কার্যালয়ে বাণিজ্য মন্ত্রনালয়ের আয়োজনে ও নাটোর পৌরসভার বাস্তবায়নে নাটোর পৌরসভার ৯ টি ওর্য়ার্ডের ৩হাজার ৫৮৯ জনের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড (টিসিবি) বিতরনের উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জেলা আওয়ামী লীগের সদস্য দীলিপ কুমার দাস,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরি এহিয়া সহ কাউন্সিলরবৃন্দ ও নেতাকর্মিরা। পৌরসভার ৯ টি ওয়ার্ডের ৯ টি স্থায়ী ডিলারের মাধ্যমে এইসব পণ্য বিক্রয় করা হবে।