করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টির ফলে নাটোর শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় ও বিশেষ প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না। শহরের ব্যস্ততম রাস্তাগুলোতেও সাধারণ মানুষের চলাচল খুব কম। শনিবার সকাল থেকেই করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে নাটোরে সচেতনতা বৃদ্ধিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চলছে। এদিকে শহরের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য এবং ঔষধের দোকানে প্রশাসনের নির্দেশে ক্রেতাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য কেনার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রং দিয়ে স্থান নির্ধারিত করে দেওয়া হয়েছে।
ক্রেতারা ওই চিহ্ণিত স্থান থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে পণ্য কিনছেন। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কেউ ভীড় জমাতে পারছেন না। এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনেটের উদ্যোগে এবং ইউনিটের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে তৃতীয় দিনের মত জীবানুনাশক ঔষধ স্প্রে করা হয়েছে।