নিজস্ব প্রতিবেদক:
স্ত্রীর অসুস্থতার জন্য দীর্ঘ প্রায় আড়াই মাস পর কানাডা থেকে নিজ সংসদীয় আসন নাটোর সদরে ফিরে হাজার হাজার নেতাকর্মী ও জনসাধারণের ভালবাসায় সিক্ত হয়েছেন নাটোর ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। আজ রবিবার সকাল থেকে নাটোর-বনপাড়া মহাসড়কে প্রিয় নেতাকে বরণ করে নিতে নেতাকর্মীদের ভীড় লক্ষ করা যায়। ঢাকা থেকে সড়ক পথে শিমুল বনপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে প্রথমে সেখানে ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। পরে নেতাকর্মিরা মোটর সাইকেল শোভাযাত্রাসহ শহরে নিয়ে আসেন। এ সময় প্রিয় নেতাকে পেয়ে আবেগ আপ্লুত হন সবাই। এ সময় এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, তার সহধর্মিনীর অসুস্থতার জন্য তিনি কানাডা অবস্থান করেছিলেন। এই প্রথম দীর্ঘ সময় তিনি তার প্রিয় মানুষজন ছেড়ে প্রবাসে থেকেছেন। তার জন্য নেতাকর্মী ও জনগণের অপরিসীম ভালবাসায় তিনি বিস্মিত। আগামী দিনগুলোতে সুখে দুঃখে আরও বেশী নেতাকর্মী ও জনসাধারণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।