নাটোরে পবিত্র রমজান উপলক্ষ্যে করোনা দূর্গত ও অসচ্ছল পত্রিকা হকার ও তৃতিয় লিঙ্গের (হিজরা) মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এইগুলো বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সদর উপজেলার ৮০ জন পত্রিকার হকার ও তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে এই মানবকি সহায়তার প্যাকেট তুলে দেওয়া হয়।