করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে রাস্তায় থাকা পথচারীদের এবং রাস্তায় চলাচল করা গাড়ি থামিয়ে সবাইকে নির্দেশিত নিয়মে হাত ধুতে বাধ্য করা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন সেনা সদস্যরা। এছাড়াও জনসমাগম কমাতে সেনা টহল জোরদার করা হয়েছে। আজ শুক্রবার মেজর ফারাবীর নেতৃত্বে সেনা বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন সড়কে টহল দেয় এবং সচেতনতামুলক লিফলেট বিতরণ করে। সচেতনতামুলক লিফলেট বিতরণকালে হ্যান্ড মাইকে তারা রাস্তায় অযথা ঘোরাঘুরি না করে বাড়িতে যাবার পরামর্শ দেয়। যাদেরকে রাস্তায় দেখা গেছে তারা কেন রাস্তায় বের হয়েছেন তাও জানতে চান এবং এবং সর্বদা মাক্স পরিধান করারও পরামর্শ দেন। উল্লেখ্য গত দুই তিনদিন যাবৎ নাটোরে সাধারণ মানুষের মাঝে করোনা ভাইরাসের সতর্কতা বার্তা সামাজিক নিরাপত্তা দূরত্ব ও হোম কোয়ারেন্টেইন মানার প্রতি বেশ অনীহা দেখা দিয়েছিল।