নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পৃথক অভিযানে পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব-৫ সদস্যরা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার আশ্বিনা বাজার, লোটাবাড়িয়া বাজার, বুড়ি বটতলা ও হয়বতপুর বাজারে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৪টি কম্পিউটার সেট ও ৮টি হার্ডডিস্ক।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পর্ন ভিডিও সংরক্ষণ ও বিক্রির অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে রাতেই তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জব্দকৃত আলামত পর্নোগ্রাফি সংরক্ষণ এবং টাকার বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে দীর্ঘদিন ধরে সরবরাহ করে আসছে তারা। তারা মূলত কম্পিউটারের দোকানে গান, সফটওয়্যার লোড, মোবাইল মেকানিক্সের ব্যবসার আড়ালে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রি করত। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে।