নিজস্ব প্রতিবেদক:
নাটোরে অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে পাঁচ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে তাঁর পক্ষ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এই শীতবস্ত্র বিতরণ করেন। আজ বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের কাঁদিভিটাস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানসহ নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ, নাটোর পৌর সভার মেয়র উমা চৌধুরি জলি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিইসতিয়াক আহম্মেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ৫ শতাধিক অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে আয়োজক সংগঠন অতিথিবৃন্দ সহযোগে নাটোর সদর উপজেলার চর তেবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী শত পরিবারের মাঝে শীতবস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন।