নিজস্ব প্রতিবেদক:
নাটোরে একটি পিকআপ থেকে ২০ কেজি গাঁজাসহ আসলাম হোসেন নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের নাটোর- রাজশাহী মহাসড়কের তেবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসলাম হোসেন ঢাকার কেরানীগঞ্জের শাহজাহান আলীর ছেলে।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর এলতাস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের তেবাড়িয়া এলাকায় অভিযান চালায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। এ সময় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি পিকআপ থামিয়ে তাতে তল্লাশী চালানো হয়। তল্লাশীকালে পিকআপে রাখা ২০ কেজি গাঁজা জব্দ ও পিকআপ চালক আসলাম হোসেনকে আটক করা হয়। পরে আটককৃত আসলাম হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়।