নাটোরের রাণীভবানী রাজবাড়ী প্রাঙ্গনে পিঠা উৎসব শুরু হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় পিঠা উসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পিঠা উৎসবের উদ্বোধনকালে সংসদ সদস্য শিমুল বলেন, জীবনের ব্যস্ততা ও জটিলতায় আমাদের সংস্কৃতি থেকে নবান্ন উৎসব হারিয়ে যাচ্ছে। পিঠাপুলির এই দেশে রকমারী পিঠা তৈরী ও এর বাহারী পরিবেশন সারাবিশ্বে সমাদৃত। পিঠা উৎসবের এই আয়োজনের মধ্য দিয়ে ঘরে ঘরে পিঠা তৈরীর ধুম পড়বে বলে সংসদ সদস্য আশাবাদ ব্যক্ত করেন। জেলা প্রশাসক উদ্বোধনী অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গির আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম প্রমুখ। জেলা প্রশাসন আয়োজিত পিঠা উৎসবে বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি স্টলে রকমারী দেশীয় পিঠা পরিবেশন করা হয়। দিনব্যাপী পিঠা উৎসব প্রাঙ্গনের উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।