নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নীলিমা কুন্ডু নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে শহরের বড়গাছা পালপাড়া মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নীলিমা কুন্ডু ওই মহল্লার মৃত দিলু কুন্ডু (মাস্টারের) স্ত্রী।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহমেদ ও নিহতের পারিবারের সদস্যরা জানায়, পরিবারের সদস্যদের চোখের আড়ালে সকাল ৬ টার আগেই নীলিমা কুন্ডু সবার অজান্তে বাড়ী থেকে বের হন। পরে পরিবারের সদস্যরা নীলিমা কুন্ডুকে বাড়িতে দেখতে না পেয়ে প্রথমে অপেক্ষা করেন। কিন্তু দীর্ঘক্ষন বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৭টার দিকে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক নীলিমা কুন্ডুকে মৃত ঘোষণা করলে পরিবারের সদস্যরা মরদেহটি নিজ বাড়ীতে নিয়ে যান। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। প্রচন্ড গরমের কারনে ভোর রাতে তিনি বাড়ী থেকে বের হয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিনি গেছেন।