নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পৃথক তিনটি অভিযানে চাঁদাবাজ চক্রের মূলহোতা আশরাফুল ইসলাম স্বপন সহ ২৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-৫। গতরাতব্যাপী জেলার সিংড়া, লালপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৫, রাজশাহী ব্যাটালিয়ন সদর ও সিপিসি-২, নাটোর র্যাব ক্যাম্পের আভিযানিক দল।
নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার জানান, গোয়েন্দা তথ্যমতে নাটোরের সিংড়া, সদর এবং লালপুর থানা এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, বাস এবং অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে স্থানীয় রাজনীতিবীদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতা আশরাফুল ইসলাম স্বপন সহ ২৫ জনকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম স্বপন (৪৫) সিংড়া পৌর এলাকার চাঁদপুর মহল্লার আলহাজ নইমুল হক এর ছেলে, বালুভরা মহল্লার মৃত আকবর আলীর ছেলে আনোয়ার হোসেন বাবু (৫০),গোডাউন পাড়ার মিরাজুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম (৩৮),মাদারীপুর মহল্লার মৃত ছলে মন্ডলের ছেলে এরশাদুল মন্ডল (৪৮), একই মহল্লার উকিল উদ্দিনের ছেলে বাবুল খান (৪৭), চাঁদপুর মহল্লার জামাল উদ্দিন মন্ডলের ছেলে মনসুর রহমান (৩৭), নিংগোইন গ্রামের মৃত মনজিলা প্রামানিকের ছেলে মোজাহার প্রামানিক, দমদমা মহল্লার মৃত আমিন হোসেন সর্দারের ছেলে বারেক সর্দার (৫৫),হাতিগাড়া মহল্লার মৃত ওমর আলীর ছেলে হাসান আলী (৫৬),বালুয়া বাসুয়া মহল্লার মৃত আফসার প্রামানিকের ছেলে জিয়াদুল ইসলাম (৫৫),কাটাপুকুর মহল্লার জামাল উদ্দিন প্রামানিকেরর ছেলে ফাইজুল ইসলাম (৩৫),সরকার পাড়া মহল্লার মৃত শহিদ সওগারের ছেলে আরিফুল ইসলাম (৩০), নলডাঙ্গা থানার পাটুল গ্রামের ইসমাইল মোল্লার ছেলে আব্দুর রাজ্জাক (৪০), পাটুল বাঁশভাগ গ্রামের অরুন সরকারের ছেলে বেল্লাল হোসেন (৫৬),রায়সিংহপুর গ্রামের জুলহাস ব্যাপারীর ছেলে ফারুক ব্যাপারী (৩৬), সদর উপজেলার নবীনগর গ্রামের লছের প্রামানিকের ছেলে বাবু প্রামানিক (৩৫), রাজশাহীর বোয়ালিয়া থানার বোসপাড়া মহল্লার আকরাম আলীর ছেলে রুপস আলী (৪১), লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মিন্না আলীর ছেলে রানা (২৮), রামকৃষ্ণপুর গ্রামের মৃত মোজাহার মন্ডলের ছেলে আব্দুল খালেক (৬৫), বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত শাহাদৎ হোসেনের ছেলে শাহাজাহান আলী (৬২),জদ্দইবগি গ্রামের মৃত ছমের শেখের ছেলে, আজাহার শেখ (৫২), একই মহল্লার মৃত ইমান আলীর ছেলে আফজাল হোসেন (৬০), মহেশপুর গ্রামের রফিজ উদ্দিনের ছেলে রাইজুল ইসলাম (৩৫), গোপালপুর মধুবাড়ী মহল্লার মৃত আঃ রাজ্জাকের ছেলে রেজাউল করিম (৬২), বৈদ্যনাথপুর মহল্লার জানবক্স মন্ডলের ছেলে উজ্জল হোসেন (২৮)।