নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পৃথক দুটি মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ ২০ হাজার টাকা জরামানার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বেলা ১২ টার দিকে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল,চাঁপাইনবাবগঞ্জের রানীনগর গ্রামের লোকমান আলীর ছেলে জাকির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও একলাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড অপরজন চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার নিজামপুর গ্রামের একরামুল হকের ছেলে শাহাবুল হককে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, ২০১৭ সালের ৭ ডিসেম্বর নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুড়িয়ায় এলাকায় চেক পোস্ট চলাকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বাসের যাত্রী শাহাবুল হকের সেন্ডেলের ভিতর থেকে ৮০ গ্রাম হেরোইন উদ্ধার ও তাকে আটক করে বনপাড়া হাইওয়ে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। অপরদিকে ২০২২ সালের ২২ মে বড়াইগ্রামের বনপাড়া বাইপাসে গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী গাড়ী থেকে ৩ শ ১০ গ্রাম হেরোইন সহ জাকির হোসেনকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা ঘটনার পর থেকে কারাগারে রয়েছে। মামলার স্বাক্ষ্য গ্রহন প্রমান শেষে আজ আদালতের বিচারক এই রায় ঘোষনা করেন। রায়ের সময় আসামীরা আদালতে উপস্থিত ছিল। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট প্রকাশ করেছেন বলেও জানান পিপি।