নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পৌর যুবলীগ নেতা নাজমুল শেখ বাপ্পীকে কুপিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার সন্ধ্যার দিকে শহরের কান্দিভিটা এলাকায় সাব রেজিষ্টার অফিসের সামনে এই ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত বাপ্পী নাটোর জেলা ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও পৌর যুবলীগের সদস্য।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নাজমুল শেখ বাপ্পী শহরের কান্দিভিটা এলাকায় সাব রেজিষ্টার অফিসের সামনে একটি চায়ের স্টলে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৫/৬ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে বাপ্পীর ওপর হামলা করে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনার পর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে জেলা যুবলীগের একাংশের নেতা কর্মিরা শহরে বিক্ষোভ মিছিল করেছে।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া বলেন, বাপ্পী যুবলীগের রাজনীতির সাথে দীর্ঘদিন ধরেই রয়েছে। সে যেকোন কর্মসুচিতে গুরুত্বপুর্ন ভুমিকা রাখে। বর্তমানে নাটোরের রাজনীতিতে একটা গ্রুপিং চলছে। আর সেই গ্রুপিং এ পড়েছে বাপ্পী সহ যুবলীগের একাংশ। কোথাও কিছু হলেই এখন তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। কিছুদিন আগেও এই বাপ্পীকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে তারা। কয়দিন হল বাপ্পী আদালত থেকে জামিনে বের হয়েছে। পুলিশ প্রশাসন এখন সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন এটাই তাদের দাবী।