নিজস্ব প্রতিবেদক:
নাটোরে প্রথমবারের মতো ক্রিস্টাল মেথ আইস নামের মাদকসহ আবু সালেহ ওরফে রিংকু (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চার গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। সংশ্লিরা জানিয়েছেন, উদ্ধারকৃত মাদকের দাম প্রায় ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত রিংকুকে রাতেই মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়। পরে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে লালপুরের নওদাপাড়া গ্রামের সাজদার প্রামানিকের ছেলে।
নাটোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সোমবার রাত ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর এলাকার একটি বাসায় অভিযান চালায়। অভিযানকালে আবু সালেহ ওরফে রিংকুকে তল্লাশী করা হয়। এ সময় কাছ থেকে ক্রিস্টাল মেথ আইস নামের মাদক উদ্ধার সহ তাকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, নাটোরে ক্রিস্টাল মেথ আইস নামের মাদক উদ্ধারের ঘটনা এটিই প্রথম। গ্রেফতারকৃত রিংকু একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরেই নাটোরের বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইস, ইয়াবাসহ নানান ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।প্রাথমিক ভাবে জানা গেছে সেই এই মাদক দ্রব্যগুলে রাজশাহীর মীরগঞ্জ এলাকার এক মাদক ব্যাবসায়ীর কাছ থেকে ক্রয় করে এনেছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর তাকে সোমবার রাতেই বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়। পরে আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।