নাটোরে খেটে খাওয়া দিন মজুর ও তৃতীয় লিঙ্গের (হিজরা) মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার শহরের শংকর গোবিন্দ স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে এই সহায়তা প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ কর্মকর্তাবৃন্দ। ৩৫০ জন খেটে খাওয়া দিন মজুর (রিক্সাচালক, নাপিত, মুচি ) ও তৃতীয় লিঙ্গের (হিজরা) মানুষের মাঝে মানবিক সহায়তা ( চাউল, ডাল, আলু, ছোলা, তেল ও সাবান) প্যাকেট বিতরণ করা হয়। এর আগে গতকাল বুধবার নাটোরের নলডাঙ্গায় দরিদ্রদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। নলডাঙ্গা পৌরসভা চত্বরে এই সহায়তা প্রদান করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে ৩৫০ জন দরিদ্র দুঃস্থ মানুষের মাঝে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। পরে গুচ্ছগ্রামের ১০০টি পরিবারের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করেন তিনি।