নিজস্ব প্রতিবেদক:
নাটোরে ‘প্রাণ আর এফ এল’ গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরীর নামে একটি ‘ নার্সিং কলেজ’র উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২ টার দিকে সদর উপজেলার চাঁদপুর পীরগঞ্জ এলাকায় স্থাপিত এই কলেজের উদ্বোধন করেন নার্সিং কলেজের চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রæপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , আমজাদ খান চৌধুরীর নার্সিং কলেজের প্রিন্সিপ্যাল প্রিন্স রায় ,প্রাণ এ্যাগ্রো লিমিটেডের কারখানার জেনারেল ম্যানেজার হযরত আলী, সহকারী জেনারেল ম্যানেজার (পারলিক রিলেশনস) তৌহিদুজ্জামান সহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে উজমা চৌধুরী বলেন,সারাবিশ্বে নার্সিং পেশা একটি সম্মানজনক পেশা। দেশও এই পেশার ব্যাপক চাহিদা রয়েছে। নার্সিং কলেজের মাধ্যমে কম খরচে মাসসম্মত শিক্ষা প্রদান করা গেলে দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখতে সমর্থ হবে বলে কতৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
উল্লেখ্য এর আগে প্রাণ-আরএফএল গ্রুপ ২০১৬ সালে নাটোরে ৫০ শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল চালু করে। এবার স্বাস্থ্য খাতে রাজশাহী ও নাটোর এলাকায় আরো অবদান রাখতে এই নার্সিং কলেজের উদ্বোধন করা হ’ল।