নিজস্ব প্রতিবেদক:
নাটোরে প্রাণ এগ্রো লিঃ এর কারখানায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে লিপু হোসেন নামে এক বিদ্যুৎ মিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১ টার দিকে সদর উপজেলার একডালা এলাকায় প্রাণ এগ্রো লিমিটেড এর কারখানার ভিতরে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিপু হোসেন সদর উপজেলার লেঙ্গুরিয়া পুর্বপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। লিপু হোসেন প্রাণ এগ্রো লিমিটেডের নাটোর কারখানার বিদ্যুৎ মিস্ত্রী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের সদস্যরা জানান, লিপু প্রাণ কোম্পানীতে ইলেক্টিশান হিসেবে চাকুরী করতেন। প্রতিদিনের মত সে আজও সকালে তার কর্মস্থলে যায়। কর্মস্থলে কাজ করার সময় সে একটি বৈদ্যুতিক লাইট মেরামত করছিল। এ সময় সে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। পরে কারখানায় কাজ করা অন্য সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যাওয়ার পর ওই যুবককে তার পরিবারের সদস্যরা মরদেহটি বাড়ীতে নিয়ে চলে যায়। তবে এঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন।