নাটোরে প্রান্তিক কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে। আজ সোমবার নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়ন পরিষদে ইউনিয়নের ১৫০ জন প্রান্তিক কৃষকদের মাঝে এই পাট বীজ বিতরণ করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
পাট অধিদপ্তর ‘উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনা হিসেবে এক বিঘা জমি চাষে এক কেজি করে পাট বীজ ও সার বিতরণ করছে। প্রকল্পের আওতায় নাটোর সদর উপজেলার মোট ৯৫০ জন কৃষকসহ জেলার মোট তিন হাজার ৬০০ কৃষককে এই সহায়তা প্রদান করা হচ্ছে এবং পরবর্ত্তীতে সার বিতরণ করা হবে বলে জানান জেলার উপ সহকারী পাট কর্মকর্তা রুবিনা খাতুন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি অফিসার মেহেদুল ইসলাম ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর শরীফ চৌহান।